ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের গুন্টুর জেলার সত্যেনাপল্লীতে জন্ম ব্রহ্মানন্দমের। পুরো নাম কান্নেগান্তি ব্রহ্মানন্দম। ১৯৭৮ সালে ‘আহা না পেলান্ত্রা’ ছবিটি দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি হয় এই অভিনেতার।অভিনয় জগতে পা রাখার আগে একটি বেসরকারি কলেজের তেলেগু ভাষার অধ্যাপক ছিলেন ব্রহ্মানন্দম। হঠাৎই তিনি নজরে আসেন বিখ্যাত তেলুগু পরিচালক জান্ধল্য সুব্রহ্মন্যম শাস্ত্রীর। তাঁর হাস্যরসে মজে গিয়েছিলেন পরিচালক। তার পর শাস্ত্রীই ব্রহ্মানন্দমকে ‘আহা না পেলান্ত্রা’ ছবিতে লঞ্চ করেন।তাঁর কমিক টাইমিংয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন অভিনেতা চিরঞ্জীবী। তিনিই বহু ছবিতে কমেডিয়ানের চরিত্রের জন্য ব্রহ্মানন্দমের নাম সুপারিশ করতেন।
ব্রাহ্মানন্দম কান্নেগন্তি এর জীবন বৃত্তান্ত :
আসল নাম :-ব্রাহ্মানন্দম কান্নেগন্তি ।
:শারীরিক গঠন :
উচ্চতা (প্রায় ):- ১৬৫সেন্টিমিটার,১.৬৫ মিটার,৫ফুট ৫ ইঞ্চি।
ফিগার মেজারমেন্ট :চেস্ট:৪০ ইঞ্চি ,কোমর :৩২ইঞ্চি ,কব্জি :১২ইঞ্চি ।
ওজন (প্রায় ):-৮৫ কিলোগ্রাম।
ফিগার মেজারমেন্ট :চেস্ট:৪০ ইঞ্চি ,কোমর :৩২ইঞ্চি ,কব্জি :১২ইঞ্চি ।
:ব্যাক্তিগত জীবন:
জন্ম সন :-১ ই ফেব্রুয়ারি ১৯৫৬ সন।
জন্ম সন :-১ ই ফেব্রুয়ারি ১৯৫৬ সন।
বয়স :-(২০১৯ সালের হিসাবে) ৬৩ বছর।
জন্মস্থান :চাগানটি ভারী পেলাম সত্যেনাপল্লী ,গুন্টুর ,অন্ধ্রপ্রদেশ ,ভারত । .
রাশি : কুম্ভু রাশি ।
রাস্টীয়তা : ভারতীয় ।
নিবাস : চাগানটি ভারী পেলাম সত্যেনাপল্লী ,গুন্টুর ,অন্ধ্রপ্রদেশ ,ভারত ।
শিক্ষা যোগত্যা : পোস্ট গ্রাজুয়েট(ইন তেলেগু ) ।
পিতা : কান্নেগন্তি নাগলিগ্যাচারী ।
মাতা : কান্নেগন্তি লক্ষ্মী নারাসম্মা ।
ধর্ম : হিন্দু ।
বর্তমান নিবাস : হায়দ্রাবাদ ,তেলেঙ্গানা ,ভারত ।
বর্তমান নিবাস : হায়দ্রাবাদ ,তেলেঙ্গানা ,ভারত ।
:প্রিয় পছন্দ :
প্রিয় অভিনেতা : অমিতাভ বচ্চন ।
প্রিয় অভিনেত্রী : রেখা ।
প্রিয় খাবারঃ খির ,মেধু ভাদা ও সম্ভার ।
প্রিয় রং : সাদা ।
প্রিয় গন্তব্যঃ ইউ এস এ।
শখ : অজানা।
আরও :
বৈবাহিক সম্পর্ক : বিবাহিত ।
প্রেমিক/প্রেমিকা : লক্ষ্মী কান্নেগন্তি ।
বিবি / স্ত্রীঃ লক্ষ্মী কান্নেগন্তি।
বিবাহের তারিখঃ অজানা ।
সন্তান ও সন্ততি :ছেলেঃ রাজা গৌতম কান্নেগন্তি(বড়ো ) ও সিদ্ধার্থ কান্নেগন্তি(ছোটো )। মেয়েঃ নেই।
বিবাহের তারিখঃ অজানা ।
![]() |
স্ত্রী ও সন্তানের সাথে ব্রাহ্মী |
সন্তান ও সন্ততি :ছেলেঃ রাজা গৌতম কান্নেগন্তি(বড়ো ) ও সিদ্ধার্থ কান্নেগন্তি(ছোটো )। মেয়েঃ নেই।
ব্রাহ্মানন্দম কান্নেগন্তি সমন্ধে কিছু অজানা কথা :
- ব্রহ্মানন্দ কি ধুমপান করেন ? অজানা ।
- ব্রহ্মানন্দ কি মদ্যপান করেন ? অজানা ।
- ব্রহ্মানন্দম অন্ধপ্রদেশের সাত্তেনাপাল্লেতে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রে অভিনয়ের আগে তিনি পশ্চিম গোদাবরী জেলার আত্তিলিতে তেলেগু ভাষার প্রফেসর ছিলেন।
- ইন্ডাস্ট্রিতে ব্রাহ্মি নামেই অধিক খ্যাত এই অভিনেতা।ইন্ডাস্ট্রিতে ৩০টা বছর পার করে ফেলেছেন। তাতে কী? আজও তাঁকে নায়কের বন্ধুর ভূমিকায় দেখা যায়।
- ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ব্রহ্মানন্দম।
- ১০০০-এরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছিলেন ২০১৫ সালের মধ্যেই।
- ২০১০ সালের মধ্যেই ৮৫৭ ছবিতে অভিনয়ের জন্য তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠে অভিনেতার।
- এই মুহূর্তে অভিনেতার ঝুলিতে রয়েছে ১১০০টি সিনেমার রেকর্ড।পারিশ্রমিকের অঙ্কে বিশ্বের তাবড় তাবড় কমেডিয়ানদেরও পিছনে ফেলে দিয়েছেন ব্রক্ষ্মানন্দম। অভিনেতার এক দিনের পারিশ্রমিক ৫ লক্ষ টাকা।
- আর একটা ফিচার ফিল্মের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নেন ব্রহ্মানন্দ। যে অঙ্কটা এ দেশের প্রায় কোনও কমেডিয়ানই নেন না।
- এই মুহূর্তে প্রায় ৩৬০ কোটি টাকার মালিক ব্রহ্মানন্দম। নামীদামি প্রায় সবরকমের গাড়িই রয়েছে অভিনেতার গ্যারেজে। অডি আর এইট, অডি কিউ সেভেন, মার্সিডিজ বেঞ্জ প্রায় সব গাড়িই রয়েছে ব্রহ্মানন্দের।
- হায়দরাবাদের জুবিলি হিলসে বিরাট বাংলো রয়েছে ব্রহ্মানন্দমেরর। পরিবারে আছেন স্ত্রী এবং দুই পুত্র। দুই ছেলের নাম রাজা গৌতম এবং সিদ্ধার্থ। রাজা গৌতম বিবাহিত। একটি পুত্র সন্তানও রয়েছে তাঁর। অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায় চাষযোগ্য প্রচুর জমি রয়েছে ব্রহ্মানন্দের।অবসর সময়ে পাথরের মূর্তি তৈরি করেন অভিনেতা। আবার রান্নাও করেন চমৎকার। অভিনেতা রাম চরণ, জুনিয়ার এনটিআর সকলেই তাঁর রান্নার প্রশংসায় পঞ্চমুখ।তবে বহু বার বিতর্কে নাম জড়িয়েছে এই অভিনেতার। অভিনেত্রী অনুষ্কা শেট্টি সম্পর্কে এক বার মন্তব্য করেন, ‘হট জালেবি যা সকলেই খেতে চায়।’ অনুষ্কা তো বটেই, প্রতিবাদে পর গর্জে উঠেছিলেন অনেকেই।
0 on: "Brahmananda Kanneganti (Comedian) Biography,wiki,age,height,weight,family,wife and more"
thank you for comment