আসল নাম :-বিদ্যা সিনহা সাহা মিম ।
:শারীরিক গঠন :
উচ্চতা (প্রায় ):- ১৭০সেন্টিমিটার,১.৭০ মিটার,৫ফুট ৭ ইঞ্চি।
ফিগার মেজারমেন্ট :২৯-২৭-৩৯।
ওজন (প্রায় ):-৫০ কিলোগ্রাম
ফিগার মেজারমেন্ট :২৯-২৭-৩৯।
:ব্যাক্তিগত জীবন:
জন্ম সন :-১০ ই নভেম্বর ১৯৮৯সন।
জন্ম সন :-১০ ই নভেম্বর ১৯৮৯সন।
বয়স :-(২০১৮ সালের হিসাবে) ২৯ বছর।
জন্মস্থান : রাজশাহী ,বাংলাদেশ। .
রাশি : বৃশ্চিক রাশি ।
রাস্টীয়তা : বাংলাদেশী ।
নিবাস : ঢাকা ,বাংলাদেশ ।
স্কুলঃ নবাব ফয়জুন্নেসা গভর্মেন্ট গার্লস হাই স্কুল ,কুমিল্লা ,বাংলাদেশ।
কলেজঃ কুমিল্লা ভিক্টোরিয়া গভর্মেন্ট কলেজ ,কুমিল্লা ,বাংলাদেশ।
স্কুলঃ নবাব ফয়জুন্নেসা গভর্মেন্ট গার্লস হাই স্কুল ,কুমিল্লা ,বাংলাদেশ।
কলেজঃ কুমিল্লা ভিক্টোরিয়া গভর্মেন্ট কলেজ ,কুমিল্লা ,বাংলাদেশ।
শিক্ষা যোগত্যা : ব্যাচেলর্স অফ আর্টস।
আবির্ভাব :টিভি : Lux Channel I Superstars (২০০৭ সালে ),বাঙ্গালী ফিল্মঃ আমার আছে জল "(২০০৮ সালে )
:পরিবার:
ধর্ম : হিন্দু ।
বর্তমান নিবাস : ঢাকা ,বাংলাদেশ ।
:প্রিয় পছন্দ :
প্রিয় অভিনেতা : শাহরুখ খান ।
প্রিয় অভিনেত্রী :এঞ্জেলিনা জোলি ,মাধুরী দীক্ষিত ,সোনাম কাপুর ,কাজল ,দীপিকা পাডুকোন ,সুবর্ণা মুস্তাফা ও জয়া আহসান ।
প্রিয় ফ্লিম :সত্যি পে সত্তা ,দিওয়ার ,শোলে ও যোদ্ধা আকবর।
প্রিয় খাবারঃ চিকেন বিরিয়ানি ও কেরামের কাস্টার ।
প্রিয় গন্তব্য স্থানঃ লন্ডন।
প্রিয় রং : লাল ,বুলু,হলুদ । .
প্রিয় অভিনেত্রী :এঞ্জেলিনা জোলি ,মাধুরী দীক্ষিত ,সোনাম কাপুর ,কাজল ,দীপিকা পাডুকোন ,সুবর্ণা মুস্তাফা ও জয়া আহসান ।
প্রিয় ফ্লিম :সত্যি পে সত্তা ,দিওয়ার ,শোলে ও যোদ্ধা আকবর।
প্রিয় খাবারঃ চিকেন বিরিয়ানি ও কেরামের কাস্টার ।
প্রিয় গন্তব্য স্থানঃ লন্ডন।
প্রিয় রং : লাল ,বুলু,হলুদ । .
শখ : গান শোনা,টিভি দেখা ও বন্ধুদের সঙ্গে চ্যাট করা।
আরও :
বৈবাহিক সম্পর্ক :অবিবাহিত ।
বিদ্যা সিনহা সমন্ধে কিছু অজানা কথা :
- বিদ্যা কি ধুমপান করেন ?না ।
- বিদ্যা কি মদ্যপান করেন ? না ।
- মীম বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা উপজেলায় ১০ নভেম্বর, ১৯৮৯সালে জন্মগ্রহণ করেন।
- তিনি বৃশ্চিক রাশির জাতিকা। মিমের বাবা বিরেন্দ্র নাথ সাহা একজন শিক্ষক এবং মা ছবি সাহা একজন গৃহিনী।
- বাবা সরকারি কলেজের শিক্ষক হওয়ায় বিভিন্ন জেলায় ঘুরে বড় হয়েছেন মিম।
- বাবার চাকরীসুত্রে ভোলা জেলা এবং কুমিল্লায় ছিলেন বেশ কিছু সময়।কিন্তুু তার কাছে তার প্রিয় জেলা হল তার জন্মস্থান রাজশাহী জেলা।মীমের ছোট একটি বোন আছে যার নাম প্রজ্ঞা সিনহা সাহা মমি।[৮] লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় এসেছিলেন মা-বাবার অনুপ্রেরণায়।
- হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অসাধারন অভিনয় করে মীম সবার নজরে আসেন। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার লাভ করেন।
- ২০০৯ সালে মীম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া ছায়াছবিতে। যাতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান।এই ছায়াছবির জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কারের জন্য মনোনীত হন। এর সাথে সাথে মীম ছোট পর্দায় বেশ কিছু নাটকেও নিয়মিত অভিনয় করেন।
- মীম ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এক বছরের চুক্তিতে ল্যাপটপ ব্রান্ড এসারের শুভেচ্ছাদূত হন। মে মাসে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। আদনান আল রাজীব নির্দেশনায় এই বিজ্ঞাপনে আরও আছেন গায়ক ও মডেল তাহসান রহমান খান।আগস্ট মাসে ইউনিলিভারের সাবান লাক্সের শুভেচ্ছাদূত হন এবং পাঁচটি বিজ্ঞাপনের মডেল হন।
0 on: "Bidya Sinha Saha Mim Biography in bengali,wiki,height,weight,affairs,family & more"
thank you for comment